শিতাংশু গুহ, নিউ ইয়র্ক
নিরাপত্তা বাহিনী যখন ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা ভেঙে কারো বাড়িতে বা ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে, তখন সেই অভিযানের উদ্দেশ্য অবশ্যই প্রশ্নবিদ্ধ হবে। ঠিক এমনটাই ঘটেছে চট্টগ্রামের হিন্দু অধ্যুষিত এলাকা হাজারী লেনে। ইসলামপন্থীদের একটি গ্রুপের সাথে সেনাবাহিনী ও পুলিশ রাতের অন্ধকারে পুরো এলাকা ঘিরে ফেলে হিন্দুদের বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালায়। কতজন আহত বা নিহত হয়েছে, কেউ নিশ্চিতভাবে জানে না, কারণ কোনও গণমাধ্যমই ঘটনাটি রিপোর্ট করার সাহস পায়নি। যতক্ষণ পর্যন্ত অপরাধীদের বিচারের মুখোমুখি না করা হবে, হাজারী লেনের হিন্দুদের পাশাপাশি বাংলাদেশের বাকি অংশের হিন্দুদের কান্না থামবে না। অপরাধীদের বিচার কি হবে? অতীতে হয়নি এবং পরিস্থিতি বিবেচনা করে এখন হবে, এমনটি আশা করা যায় না। কেন? কারণ বাংলাদেশের মতো একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে হিন্দু বা অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতিত হলে কেউ পাত্তা দেয় না।
দিনটি ছিল মঙ্গলবার, ৫ই নভেম্বর ২০২৪। পরের দিন সেনাবাহিনী একটি সংবাদ সম্মেলন করে দাবি করে যে, তাদের দিকে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছিল, যদিও কোনও পর্যাপ্ত প্রমাণ সরবরাহ করা হয়নি। নিরাপত্তা বাহিনী এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৮৯ জন হিন্দুকে গ্রেপ্তারের কথা জানিয়েছে। ইতিমধ্যে, মুসলিম সম্প্রদায়ের একজন সদস্য উদ্বেগ প্রকাশ করে হাজারী লেনে নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ডকে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রতি আচরণের সাথে তুলনা করেছেন [১]। তিনি হিন্দু সম্প্রদায়ের সাথে তাদের আট দফা দাবি নিয়ে আলোচনায় বসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
৮ই নভেম্বর শুক্রবার জুম্মার নামাজের পর চট্টগ্রামে জঙ্গী মুসলিম দলগুলোর নেতৃত্বে এক বিশাল মিছিল বের হয়। অংশগ্রহণকারীরা প্রকাশ্যে স্লোগান দেয় যেমন, “একটা একটা ইসকন ধর্, ধইরা ধইরা জবাই কর্ [২]।” ইসকন (দ্য ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস) হল বাংলার একটি ঐতিহ্যবাহী ধর্মীয় সংগঠন যা প্রাচীন গৌড়ীয়-বৈষ্ণব ধারায় অহিংসা ও আধ্যাত্মিক চেতনা অনুশীলন ও প্রচার করে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইলিয়াস হোসেন, ফ্রান্স থেকে পিনাকী ভট্টাচার্য এবং ঢাকায় সাংবাদিক মাহবুবুর রহমানের সমন্বিত প্রচারাভিযান ইসকনকে পৈশাচিক রূপ দিতে এবং এই সংগঠন ও সাধারণভাবে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টা করেছে।
৬ই নভেম্বর, ইসকন বাংলাদেশের সেক্রেটারি চারু কৃষ্ণ দাস এক বিবৃতিতে সংগঠনের অরাজনৈতিক অবস্থান নিশ্চিত করেন এবং আন্দোলনের সঙ্গে কোনওরকম সম্পৃক্ততার কথা অস্বীকার করেন [৩]। জঙ্গি গোষ্ঠীগুলির বিবৃতির উস্কানিমূলক প্রকৃতি সত্ত্বেও পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করেনি। সেনাবাহিনী জানিয়েছে যে, অপারেশন চলাকালীন তারা নিরপেক্ষ ছিল। কিন্তু সেনাবাহিনীর বক্তব্যে যে প্রধান প্রশ্নগুলি অনুপস্থিত রয়েছে, তা হচ্ছে: “কেন অপারেশনের আগে সিসি ক্যামেরাগুলি নিষ্ক্রিয় করা হয়েছিল?” এবং “কেন নিরাপত্তা বাহিনীর সাথে বেসামরিক ক্যাডাররা জড়িত ছিল?” [৪]
আমরা দু’জন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছি যারা তাদের নাম প্রকাশ করতে ভয় পাচ্ছিল। তারা জানিয়েছে যে, ৫৭ জন হিন্দু আহত হয়েছে। প্রাথমিকভাবে, পুলিশ প্রায় ২০০ হিন্দুকে আটক করে নিকটবর্তী একটি অস্থায়ী সামরিক ক্যাম্পে নিয়ে যায় এবং তাদের বিচ্ছিন্ন করে রাখে। পরে প্রায় শতাধিক জনকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ ৮৯ জনের বিরুদ্ধে মামলা করে, যাদের জনসাধারণের দৃষ্টি এড়াতে রাত ১.০০টায় বিচারকের সামনে হাজির করা হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, আটককৃতদের শরীরে নির্যাতনের দৃশ্যমান দাগ ছিল, অনেকে আদালতে দাঁড়িয়ে থাকতে পারছিল না। প্রত্যক্ষদর্শীরা আরও জানায় যে, তারা “অ্যাসিড নিক্ষেপ” সম্পর্কে কোনকিছুই জানত না, বরং তারা পাথর নিক্ষেপ করতে দেখেছিল।
এর আগে, ওসমান মোল্লা নামে এক মুসলিম ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ইসকনের বিরুদ্ধে কিছু উস্কানিমূলক পোস্ট করেছিল, যা হিন্দু সম্প্রদায়ের মানুষ প্রতিবাদ করে। স্থানীয় হিন্দু ও মুসলিম দোকান মালিকরা ঘটনাটির মধ্যস্থতা করেন এবং ওসমানের ক্ষমা চেয়ে একটি লিখিত মুচলেকা নিয়ে বিষয়টির সমাধান করেন। যাইহোক, এই ফলাফলে অসন্তুষ্ট জঙ্গি গোষ্ঠীগুলি হিন্দুদের শাস্তি দেওয়ার চেষ্টা করেছিল এবং বড় প্রতিবাদ সংগঠিত করেছিল। সেই রাতে, জঙ্গি ইসলামপন্থীরা পুলিশ এবং সামরিক বাহিনীর সঙ্গে একযোগে আক্রমণ করে ১৫-২০টি সোনার দোকান লুট করে, এবং অনেককে গ্রেফতার করে যাদের অধিকাংশই নির্দোষ। পুলিশ রুবেল সাহা, অমিত ধর এবং ডাঃ কথক দাসের মতো ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা করে, যাদের সঙ্গে ঘটনার কোনও সম্পৃক্ততা ছিল না।
প্রত্যক্ষদর্শীরা নিরাপত্তা বাহিনীর মধ্যে দুটি দলকে দেখেছেন– একটি সম্পূর্ণ হিন্দু বিরোধী এবং অন্যটি হিন্দুদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযানের বিরোধী। তারা আরও বলেছে যে, হিজবুত তাহরীর এবং জামাত ক্যাডাররা নিরাপত্তা বাহিনীর সাথে যোগ দিয়ে বেশিরভাগ লুটপাট চালিয়েছে। তারা আরও জানিয়েছে যে, নিরাপত্তা বাহিনী হিন্দুদের বাড়িতে অভিযান অব্যাহত রেখেছে। আরাধ্যা সাহা নামে এক তরুণী মানবাধিকার সংস্থার কাছে একটি অভিযোগ দায়ের করে বলেন যে, নিরাপত্তা বাহিনী ও জামায়াত সমর্থকরা যখন তার বাড়িতে প্রবেশ ও লুটপাট করে, তখন তিনি বাড়িতে একা ছিলেন। আন্দোলনে জড়িত নেতাকর্মীদের বাড়িতেও পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
দ্য হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজ (এইচআরসিবিএম)-এর সুমন সিকদার, লাকি বাছাড় ও সুজিত দাসের নেতৃত্বে একটি দল স্থানীয় পুলিশ কমিশনারের সাথে দেখা করেছেন কিন্তু কোনও সন্তোষজনক প্রতিক্রিয়া পাননি। সূত্রের মতে, পুলিশ আটকদেরকে বাংলাদেশের পতাকার উপরে প্রদর্শিত তথাকথিত আরএসএস পতাকা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছিল। বাস্তবে, এটি একটি জাফরান পতাকা যা সাধারণত হিন্দুদের দ্বারা ব্যবহৃত হয় এবং অন্যটি বাংলাদেশের পতাকা ছিল না। পুলিশের আরও জিজ্ঞাসা ছিল, ভারত তাদের সমর্থন করছে কিনা। তারা এর আগে এত হিন্দুকে রাস্তায় নামতে দেখেনি। তারা প্রশ্ন করেছিল, কেন “জয় শ্রীরাম” স্লোগানটি ব্যবহার করা হয়েছিল। এটিকে তারা আরএসএস-এর স্লোগান হিসাবে দেখছে। যাইহোক, “রাম” ও “কৃষ্ণ” ঈশ্বরের দুই অবতার, এবং “জয় শ্রীরাম” ও “হরে কৃষ্ণ” হিন্দুদের মধ্যে প্রচলিত সাধারণ বাক্যাংশ।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে, ঢাকা থেকে একটি সেনাদল শিগগিরই চট্টগ্রামে যাবে আন্দোলনের সাথে জড়িত বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের সদস্যদের গ্রেফতার করতে। পুলিশ হিন্দুদের বিরুদ্ধে মামলা করেছে, ৪৯ জনকে গ্রেফতার করেছে এবং অজ্ঞাতনামা আরও ৫০০ ব্যক্তিকে তালিকাভুক্ত করেছে। সামরিক বাহিনী এই তালিকায় ৫০০ জনের নাম যোগ করতে পারে। প্রধান নেতা চিন্ময় কৃষ্ণ দাসও ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন।
পার্বত্য চট্টগ্রামের একটি নিউজ পোর্টাল ৭ই নভেম্বর রিপোর্ট করেছে যে, ৫ নভেম্বর, ২০০৪ এর সন্ধ্যা থেকে, বাংলাদেশ সেনাবাহিনী বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় পুলিশ নিয়ে চট্টগ্রামের সংখ্যাগরিষ্ঠ এলাকায় হিন্দুদের লক্ষ্যবস্তু করে একটি হিংসাত্মক ক্র্যাকডাউন শুরু করেছে [৫]। এই অঞ্চলে ভুক্তভোগী এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া রিপোর্টগুলি ইঙ্গিত করে যে, ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত সৈন্যরা আধাসামরিক বাহিনী এবং পুলিশের সহায়তায় হাজারি লেন ও আশেপাশের এলাকাসহ হিন্দু পাড়ায় ঘরে ঘরে অভিযান চালিয়েছে। নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে জোরপূর্বক বাড়িতে প্রবেশ করার, সমস্ত পুরুষ বাসিন্দাদের আটক করার এবং অস্পষ্ট পরিস্থিতিতে তাদের হেফাজতে নেওয়ার অভিযোগ রয়েছে। বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, নিরাপত্তা রক্ষীরা এই ক্রিয়াকলাপের প্রমাণ লোপাট করতে সিসিটিভি ক্যামেরাগুলিও ধ্বংস করেছে।
গ্লোবাল বাংলাদেশি হিন্দু অ্যালায়েন্স বিশ্বকে সতর্ক করে বলেছে যে, “চট্টগ্রামের হাজারী লেনের হিন্দুপাড়ায় সেনাবাহিনী ও পুলিশের ঘেরাওয়ের সময় ৮০ জনের বেশি হিন্দুকে মধ্যরাতে তুলে নেওয়া হয়েছিল।” তারা রিপোর্ট করেছে যে, নিরাপত্তা বাহিনী বাড়িঘর ও দোকান ভাঙ্গচুর করেছে, প্রমাণ মুছে ফেলার জন্য সিসিটিভি ক্যামেরা ধ্বংস করেছে এবং হিন্দুদের নির্দয়ভাবে মারধর করেছে। তাদের প্রহারে নারী, শিশু এবং বৃদ্ধসহ অনেকে গুরুতর আহত হন। তারা আরও অভিযোগ করেছে যে, নিরাপত্তা বাহিনী জিজ্ঞাসাবাদের সময় আটকদের উপর নির্যাতন করেছে এবং এই বলে হুমকি দিয়েছে যে, হিন্দুদের অ-জামিনযোগ্য “২০০২ সালের অ্যাসিড নিক্ষেপ আইন”-এ অভিযুক্ত করা হবে, যার সম্ভাব্য শাস্তি মৃত্যুদণ্ড। হিন্দুরা হাজারী লেন অভিযানকে ২৫ মার্চ, ১৯৭১ সালের কুখ্যাত “ব্ল্যাক নাইট”-এর সঙ্গে তুলনা করছে, যখন পাকিস্তানি সেনাবাহিনী নিরপরাধ বাঙালিদের হত্যা করেছিল। প্রশ্ন উঠেছে: “হিন্দুরা কি সেনাবাহিনীর হাতে নিরাপদ?” “এটা কি বাংলাদেশি আর্মি নাকি পাকিস্তানি আর্মি?” এবং “এই সেনা ও পুলিশ অফিসাররা কি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অংশ?” রবিবার। ১০ নভেম্বর, ২০২৪।
What happened at Hazari Lane in Chattogram is ‘crime against humanity’
Sitangshu Guha, New York.
When security forces break a Closed Circuit (CC) camera and enter someone’s home or business, the intention of that operation will obviously be questioned. This is exactly what happened at Hazari Lane, a Hindu-dominated area in Chattogram. The Army and Police, along with a group of Islamists, cordoning off the entire area attacked Hindu homes and business houses at night. How many were wounded or killed? Nobody knows for sure, as no media was courageous enough to report the incident. But the cries of the Hindus of Hazari Lane, as well as those in the rest of Bangladesh, will not stop until the culprits are brought to justice. Will that happen? It has not happened in the past, and given the circumstances, there is little hope it will happen now. Why? A Muslim-majority country like Bangladesh, nobody cares if Hindus or other religious minorities are persecuted or victimized.
It was Tuesday, 5th November 2024. On the following day, the army held a press conference the following day, claiming that acid had been thrown at them, though no sufficient evidence was provided. The security forces reported the arrest of 89 Hindus, accusing them of involvement in the incident. Meanwhile, a member of the Muslim community voiced concern, comparing the security forces’ actions in Hazari Lane to the treatment of the Rohingyas in Myanmar [1]. He also urged the government to engage in discussions with the Hindu community regarding their eight-point demands, which include calls for justice related to attacks on religious and ethnic minorities and the enactment of laws to protect their rights.
On Friday, November 8th, following the Jumma prayer, a large procession led by militant Muslim groups took place in Chittagong. Participants openly chanted slogans such as, “Catch an ISKCON/Hindu, slit their throat.[2]” ISKCON (The International Society for Krishna Consciousness) is a religious organization that promotes non-violence and spiritual practices based on the ancient Gaudiya-Vaishnava tradition of Bengal. A coordinated campaign by Ilias Hossain from the USA, Pinaki Bhattacharya from France, and journalist Mahbubur Rahman in Dhaka has sought to demonize ISKCON and incite violence against the organization and Hindus in general. On November 6th, Charu Krishna Das, secretary of ISKCON Bangladesh, issued a statement affirming the organization’s non-political stance and denying
any involvement with the movement[3].
Despite the inflammatory nature of the statements by the militant groups, police made no arrests in connection with the incident. The Army stated that they remained neutral during the operation, but major questions remain unanswered: “Why were the CC cameras disabled before the operation?” and “Why were civilian cadres involved alongside security forces?” [4]
We spoke with two eyewitnesses who were afraid to publish their names. They reported that 57 Hindus were injured. Initially, police detained about 200 Hindus, taking them to a nearby temporary military camp and keeping them isolated. Later, around 100 people were released. Police filed a case against 89 individuals, who were presented before a judge at 1 a.m. to avoid public attention. Eyewitnesses stated that the detainees had visible scars from torture, with some unable to stand in court. The witnesses also reported that they knew nothing about any “acid throwing,” but they did observe stone pelting.
Earlier, it was reported that a Muslim man, Osman Mollah, posted something against ISKCON on social media, prompting protests from the Hindu community. Local Hindu and Muslim shop owners mediated the incident, and Osman issued a written apology, resolving the matter. However, militant groups were dissatisfied with this outcome and sought to punish the Hindus, who were organizing large protests. Militant Islamists, accompanied by police and military forces, launched an attack, looting 15–20 gold stores that night. Most of those arrested were innocent. Police identified businessmen like Rubel Saha, Amit Dhar, and Dr. Kathak Das, who had no involvement, likely to extort ransom from them.
Eyewitnesses reported seeing two factions within the security forces—one entirely anti-Hindu and another opposed to the raid on Hindu homes and businesses. They also stated that Hizbut Tahrir and Jamaat cadres joined the security forces and carried out most of the looting.
They further reported that security forces continue to raid Hindu homes. A young woman, Aradhya Saha, filed a complaint with human rights defenders, stating that she was home alone when security forces and Jamaat supporters entered and ransacked her house. Police have also continued to raid the homes of activists involved in the movement. A team from The Human Rights Congress for Bangladesh Minorities (HRCBM), consisting of Sumon Sikder, Laki Bacher, and Sujit Das, met with the local police commissioner but received no satisfactory responses.
According to sources, police questioned detainees about a so-called RSS flag allegedly displayed above the Bangladesh flag. In reality, it was a saffron flag commonly used by Hindus, and the other flag was not a Bangladesh flag. Police also stated that they had never before seen so many Hindus taking to the streets, asking whether India was supporting them. They questioned why the slogan “Jai Shri Ram” was used, viewing it as an RSS slogan. However, “Ram” and “Krishna” are two incarnations of God, and “Jai Shri Ram” and “Hare Krishna” are common phrases among Hindus. Reliable sources reported that an army team from Dhaka would soon visit Chittagong to arrest members of the Bangladesh Hindu Jagoron Moncho involved in the movement. Police filed a case against Hindus, listing 49 arrested individuals and 500 unknown persons. The military may add to this list of 500. The main leader, Chinmoy Krishna Das has already been arrested.
The Chittagong Hill Tracts, a news portal, reported on November 7th that, since the evening of November 5, 2024, the Bangladesh Army, along with Border Guards Bangladesh (BGB) and local police, had launched a violent, targeted crackdown on Hindu-majority areas in Chattogram [5]. Reports from victims and eyewitnesses in the region indicate that heavily armed soldiers, backed by paramilitary forces and police, have conducted door-to-door raids in Hindu neighborhoods, including Hazarigolli and surrounding areas. Security forces are accused of forcibly entering homes, rounding up all male residents, and taking them into custody under unclear circumstances. In a disturbing escalation, several reports claim that security personnel also destroyed CCTV cameras to prevent documentation of these actions.
The Global Bangladeshi Hindu Alliance alerted the world that “more than 80 Hindus were picked up at midnight as army and police surrounded the Hindu neighborhood of Hazari Lane in Chittagong.” They reported that security forces ransacked homes and shops, destroying CCTV cameras to eliminate evidence, and beat Hindus mercilessly—women, children, and elderly alike. Many were severely injured. They also alleged that security forces tortured detainees during interrogation and warned that the Hindus would be charged under the non-bailable “Acid Throwing Act of 2002,” carrying a potential death penalty. Hindus are comparing the Hazari Lane raid to the infamous “Black Night” of March 25, 1971, when the Pakistani army massacred Bengalis. Questions have been raised: “Are Hindus safe in the hands of the Army?” “Is this the Bangladeshi army or a Pakistani army?” and “Are these army and police officers part of the UN Peacekeeping Mission?”
Additional supporting documents [6–10] have been provided for reference.
—
[1] Video: https://www.facebook.com/share/r/19MrhrX7o2/
[2] Video: https://www.facebook.com/share/v/14Gxqbng1B/
[3] https://x.com/hindupost/status/1854190694430061051
[4] Video: https://www.facebook.com/share/r/19jrGP3f9E/?mibextid=WC7FNe
[5] https://thechtnews.com/bangladesh-security-forces-launch-brutal-crackdown-on-hindu-protesters/
[6] Osman Gani’s statement/ Global Bangladeshi Hindu Alliance Tweet/ ISKCON statement and others.
https://drive.google.com/file/d/1t-UUQDNlNdrVK_SiP-5NQ5WHVCFWUpOq/view?usp=sharing
[7] Bangladesh: Security forces launch brutal crackdown on Hindu protesters
https://thechtnews.com/bangladesh-security-forces-launch-brutal-crackdown-on-hindu-protesters/
[8] Army breaking the CC camera: https://x.com/i/status/1853859848653574522
Security forces operation: https://www.facebook.com/share/v/14c2H1CGJV/?mibextid=WC7FNe
[9] Army operation: https://www.facebook.com/share/v/19bSa9Tz6k/?mibextid=qDwCgo
[10] Army torture: https://www.facebook.com/share/r/17dgSxaojE/?mibextid=WC7FNe
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.